হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে এলে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।মঙ্গলবার বিকেলে, একটি পরীক্ষার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরাল কমিটির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম সাব্বির মাহমুদ, শুভ নামেও পরিচিত। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাঁর স্নাতক সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি বিষয়ে অকৃতকার্য ছিলেন সাব্বির। আজ স্পেশাল রিপিট পরীক্ষায় অংশ নিতে তিনি ক্যাম্পাসে এসেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা বলেন, ‘আটক ওই শিক্ষার্থী ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। আজ বিশ্ববিদ্যালয়ে ওয়াজেদ ভবনে তৃতীয় তলায় তাঁর পরীক্ষা ছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাঁকে চিনতে পেরে আটক করে। যেন কোনো প্রকার মব সৃষ্টি না হয়, এ জন্য বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে ওই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। প্রাথমিকভাবে জুলাই আন্দোলনে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Post a Comment